সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
পাঠকের লেখা

এক মাঘে শীত যায় না

শীতের বুড়ির মুখোমুখি

হঠাৎ করে শৈত্যপ্রবাহ নিয়ে শীতের বুড়ি যেন সবার ঘাড় চেপে ধরেছে। কেন তিনি এত ক্ষেপেছেন, সেটা জানতে আমরা হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই গিয়েছিলাম তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে-

 

কেমন আছেন?

শীতের বুড়ি : ভাই, ঠান্ডা লেগে গেছে। হ্যা... হ্যাচ্চো!

না মানে, এবার আপনি একটু দেরিতেই বেড়াতে আসলেন। আমরা খুব মিস করছিলাম।

 

শীতের বুড়ি : ও আইচ্ছা।

আপনি আসলে আমরা খুব খুশি হইÑ

 

শীতের বুড়ি : সেইটা আমি জানি। আমি আসার পরেই শুরু হয় তোদের হাজার রকম আয়োজন। মনে আছে, গত বছর তোর বাপে যখন বলছিল, এইবার শীতের বুড়ি আইলেই তোর বিয়া দিমু। তুই তো তখন অস্থির হয়ে বলতিস, জলদি আসো শীতের বুড়ি...

যাই হোক, এবার হঠাৎ করেই আপনার এভাবে ক্ষেপে যাওয়ার কারণটা কী?

 

শীতের বুড়ি : গত বছর বিজি ছিলাম। আর এই বছর আসতে হইছে দেরি। রাস্তায় এত জ্যাম!লেখা : সৈয়দ আসাদুজ্জামান সুহান

চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর