সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
পাঠকের লেখা

বসন্ত বিলাস

জুয়েল আশরাফ

বসন্ত বিলাস

ইন্টারনেট যুগে গত বসন্তে সুইটির সঙ্গে গুলজার মামার প্রেম হয়। কিন্তু গুলজার মামার ইন্টারনেটের অবস্থা ভয়ানক খারাপ। মোবাইলে ঠিকমতো সিগন্যাল পায় না। আর তাই এই বসন্তের শুরুতেই সুইটি মামাকে ছেড়ে চলে যায়। সুইটির বিয়ে হওয়ার পর থেকে গুলজার মামার মাথা আউলা-ঝাউলা হয়ে গেল। এখন আর তিনি মানুষের কথা বুঝতে পারেন না। পশুপাখিদের ভাষা বুঝতে পারেন। তার ধারণা মানুষ তাকে বুঝতে সক্ষম নন, তাকে বুঝবে শুধু পশুপাখি। এবং পশুপাখিদের উন্নত আবেগ নিয়ে তিনি গল্পও লিখে ফেলেছেন। গল্পের বিষয়বস্তুÑ ‘ইন্টারনেট সমস্যাজনিত কারণে প্রেমিকা প্রত্যাখ্যান করল  প্রেমিককে’।

শিমুলের ডালে কোকিল বসা ছিল, তার চোখ ভরে জল এলো। সেই জল গড়িয়ে নিচে মাটিতে পড়ার আগেই প্রজাপতির ডানায় পড়ল টুপ করে। প্রজাপতি অবাক, বসন্তের কোকিল গান ছেড়ে কান্না কেন করছে আজ! প্রজাপতি ডানা ঝাপটে উড়ে গিয়ে  মৌমাছিদের খবর দিল। ডানা ঝাপটে  দেওয়ার সঙ্গে সঙ্গেই কোকিলের চোখের  সেই জল নিচে পড়ল লাল পিঁপড়ের দলনেতার গায়ের ওপর। দলনেতা সবাইকে সাবধান করল, কিছু একটা প্রবলেম হয়েছে।  কোকিলের কাছে, তার কান্নার কারণ জানতে চাইল সবাই। কোকিল কাঁদ কাঁদ গলায় বলল, এক প্রেমিকের শুধু ইন্টারনেট সমস্যাজনিত কারণে ভালোবাসার মানুষকে ছেড়ে চলে গেছে। আমাদের হৃদযন্ত্র আছে, এই যন্ত্র দিয়েই আমরা চিরকাল একে অপরকে ভালোবাসব। তার এ ধরনের জ্ঞানী বক্তৃতা শুনে যে যার কাজে লেগে পড়ল। গুলজার মামা নতুন করে ভালো ইন্টারনেট লাইন খুঁজতে লাগলেন। বসন্ত তো সামনের বছরও আসবে, তাই না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর