সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ডায়ালগ রিভিশন

ডায়ালগ রিভিশন

যারা অনেক দিন দেশি সিনেমা দেখেন না, তাদের বিখ্যাত সব ডায়ালগ মনে করিয়ে দিচ্ছেন- তাসলিমা নীলু

 

♦ চৌধুরী সাহেব, টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না।

♦ বাঁচাও! বাঁচাও! ছেড়ে দে শয়তান! তোদের কি মা-বোন নেই?

♦  এই ছাড়ো না, কেউ দেখে ফেলবে তো।

♦  চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি...

♦  মেমসাহেব, আপনারা বড়লোক, আমরা গরিব। ভালোবাসা আপনাদের কাছে খেলনা, খেলা শেষে ছুড়ে ফেলে দেন।

♦  তোর এত্ত বড় স্পর্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস।

♦  এই নির্জন বনে তোকে কে বাঁচাবে সুন্দরী?

♦  তুমি এইখানে, আর ওই দিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লগে ফস্টিনস্টি করতাছে।

♦  ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। এমন কাজ করব, যাতে সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না।

♦  মানিক, ও-ই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতন।

♦  ডাক্তার সাহেব, আমি সব দেখতে পাচ্ছি! আমি সব দেখতে পাচ্ছি!

♦  আপনাকে কী বলে যে ধন্যবাদ দেব, সময়মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত।

♦  তোর সাহস তো কম না, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস। জানিস, তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি?

♦  কে আছিস। আমার চাবুক নিয়ে আয়। চাপকে আমি ওর পিঠের চামড়া তুলে নেব।

♦  মা, আমার সব মনে পড়ে গেছে। আমার স্মৃতি ফিরে এসেছে, মা।

♦  ওই চৌধুরীই তোর বাবাকে খুন করেছে। যা, পিতৃহত্যার প্রতিশোধ নে! এইটা তোর মায়ের আদেশ!

♦  রাজা ভাইয়া, লস্করের লোকজন প্রিয়া ম্যাডামকে বাগানবাড়িতে ধরে নিয়ে গেছে।

নায়ক : লস্কর...র...র...র...

♦  (নায়িকা বউ হয়ে আসার প্রথম সকালে) মা, আজ থেকে আপনার ছুটি, রান্নাঘরের সব দায়িত্ব এখন থেকে আমার।

♦  (শ্বশুরবাড়িতে মেয়ের দুরবস্থা দেখে বাড়িতে এসে) শাহানা, তোমার মেয়ে খুব ভালো আছে। খুব সুখে আছে। ওরা তোমার মেয়েকে রাজরানী করে রেখেছে। কত্ত আদর-যতœ করল। আমাকে তো আসতেই দিতে চায়নি।

♦  ছেড়ে দে শয়তান...

♦  আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীর বিচার করার জন্য আদালত আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর