সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

শব্দ ঘরে-বাইরে

মাহবুব নাহিদ

শব্দবোমা : এটা ঘরোয়া দুর্যোগ। একবার আঘাত হানলে থামতেই চায় না। আর যদি সেই বোমা হয় স্ত্রী কর্তৃক প্রেরণকৃত শব্দবোমা তাহলে খবর আছে। চলতেই থাকবে।

তৈজসপত্র বৃষ্টি : এই বৃষ্টি একটু সিরিয়াস টাইপের। বৃষ্টির উপকরণ হিসেবে জুতা, ঝাড়ু, বালিশ, হাঁড়ি-পাতিল, চামচ-খুন্তি অন্তর্ভুক্ত।

খাদ্য হুমকি : মাঝে মাঝে বাসায় কোনো একটা কাজ দেওয়া হয় যা না করতে পারলে খাওয়া বন্ধ  ঘোষণা করা হয়। করলেই খাবার; যাকে বলে কাজের বিনিময়ে খাদ্য।

অনশন : বউ নতুন গহনা বা শাড়ি দাবি করে না পাওয়া পর্যন্ত ঘরোয়া অনশন কর্মসূচি হাতে নেয়।

ভাঙচুর : কাজ বা কথা মনমতো না হলে ভাঙচুর কর্মকান্ড সংঘটিত হয়। বাসার আসবাবপত্র এই ভাঙচুরের আওতায় পড়ে।

আসল বৃষ্টি : ঘুম থেকে উঠতে  দেরি হলে আমাদের ওপর নেমে আসে বালতিভর্তি আসল বৃষ্টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর