সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

একটি অ্যাডভেঞ্চার গল্প

রাফিউজ্জামান সিফাত

এক যে ছিল সিংহ। সে এক দুপুরে শিকার করে ভরপেট খানাদানা শেষে ঘুমিয়ে ছিল। এমন সময় এক ইঁদুর সে পথ দিয়ে যাচ্ছিল। সিংহ ঘুমিয়ে আছে দেখে সে ভাবল, একটু অ্যাডভেঞ্চার করা যাক। সে সিংহের শরীরের ওপর উঠে গেল, তারপর ঘুমন্ত সিংহের নাকের কাছে গিয়ে মোবাইল বের করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে লিখল, হ্যাশট্যাগ থাগ লাইফ। মুহূর্তের মধ্যে সেই ছবিতে লাইকের বন্যা। ইঁদুর তার জীবনে কোনো পোস্টে এত লাইক পায়নি, সে আনন্দে দিগি¦দিক হারিয়ে ঢুকে গেল সিংহের নাকের ভিতর। যেই সিংহের নাকে ঢুকেছে অমনি সুড়সুড়িতে সিংহের ঘুম গেল  ভেঙে। সিংহ ভীষণ রেগে হুঙ্কার দিয়ে উঠল। সে তৎক্ষণাৎ ফেসবুক লাইভে গিয়ে ইঁদুরকে হত্যা করতে চাইল। ইঁদুর বেচারা প্রাণভয়ে বলল, ‘মহারাজ, আমি না বুঝে অপরাধ করে ফেলেছি। আমায় ক্ষমা করুন। আমার মতো ক্ষুদ্র ইঁদুরকে হত্যা করলে তা হবে আপনার জন্য কলঙ্কের। সিংহ মুচকি হেসে ইঁদুরকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহকে এক শহরের চিড়িয়াখানা নানান লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে সেখানে নিয়ে যাওয়ার অফার দিল। সিংহ ভেবে দেখল, বনে বাদাড়ে তো অনেক ঘোরাফেরা হলো, এবার শহরে যাওয়া যাক। সে শুনেছে শহরে অনেক মজা হয়। চিড়িয়াখানায় ভরপেট ফ্রি খানাদানা, সেবাযত্ন। দুবেলা কেবল দর্শনার্থীদের সামনে একটু হাঁটাহাঁটি। একই সঙ্গে চিড়িয়াখানায় গেলে সবাই তার ছবি তুলে ইনস্টাগ্রামে আপ দেবে, সে ফেমাস হয়ে যাবে। সিংহ নাচতে নাচতে শহরের চিড়িয়াখানায় চলে গেল। কিন্তু চিড়িয়াখানায় এসে দেখল, তাকে দেওয়া সব প্রতিশ্রুতিই মিথ্যা। সিংহ যখন প্রায় মৃতপ্রায় সেই সময় এলো ওই ইঁদুর। সিংহ ইঁদুরকে অনুরোধ করল, তার দুরবস্থার কথা সবাইকে জানাতে। সিংহের কথা অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য সবাই ছুটে আসে। সিংহ প্রাণে বেঁচে যায়। গল্প এখানেই শেষ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর