সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
পাঠকের গপ্পো

বাজি

শেখ সজীব আহমেদ

মামার বাড়ি বেড়াতে গেলাম। এলাকায় মামার একটি দোকান আছে। দোকানে আসলাম। মামার কাছে একটা জিনিস চাইব চাইব বলে চাওয়া হচ্ছে না। জিনিসটা চাওয়ার জন্য একটা ফন্দি বাইর করলাম। দোকানের সামনে একটি গাছ দেখে বললাম, ‘মামা এই গাছটা কাইটা ফেললেই তো আপনার দোকানটা আরও বড় করতে পারেন।’

মামা বললেন, গাছটা কাটতে মায়া

লাগে ভাইগ্না। দোকানটাও বড় করতে চাই। এই কথা শোনার পর মামাকে বললাম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই গাছটারে একটা ঘুষি মাইরা দুই হাত পিছে নিয়া যাইতে পারুম। বাজি দিলাম। মামা বললেন, চাপা তো ভালোই শিখছস। গাছের দিকে তাকিয়ে বললাম,

‘মামা, বিশ্বাস না করলে বাজি ধরতে পারেন। আমি বাজিতে জিতলে একটা নতুন মোবাইল কিনে দেবেন। মামা বললেন, ঠিক আছে। তুই যদি গাছে এঢ়কটা ঘুষি মাইরা দুই হাত পিছে নিতে পারস তাহলে তুই যা চাস তাই পাবি। দোকানে যারা বসা আছে তারা সাক্ষী থাকল।

আমি প্রস্তুতি নিচ্ছি গাছে ঘুষি মারার জন্য। সবার সামনে গাছে ঘুষি মেরে আমার দুই হাত পিছে নিয়ে এলাম। মামা হেসে বললেন, গাছ তো এক হাতও সরলো নারে ভাইগ্না। আমি বললাম, আরে মামা, আমি তো গাছকে সরানোর কথা বলিনি। আমার দুই হাত সরানোর কথা বলছি। ভালো করে মনে করে দেখেন। আমি বলছিলাম, এই গাছটারে একটা ঘুষি মাইরা দুই হাত পিছে নিয়া যাইতে পারুম। আমি একটা ঘুষি মারছি। দেখেন, আমার দুই হাত পিছে গেছে কিনা?

সাক্ষীদের একজন বললেন, কথা সত্য।

- টুঙ্গিবাড়ী, মুন্সীগঞ্জ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর