সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বিখ্যাতদের কাণ্ড

তখন শরৎচন্দ্রের খুব নামডাক। শ্র্রীকান্ত, দেবদাস প্রভৃতি বই পাঠকপ্রিয়। সে সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে আর এক  লেখকের আবির্ভাব হয়। এই শরৎচন্দ্র চাঁদমুখ হীরের ফুল প্রভৃতি গ্রন্থের রচয়িতা এবং গল্পলহরী পত্রিকার সম্পাদক। স্বভাবতই দুই শরৎচন্দ্রের মধ্যে নাম বিভ্রাট দেখা যায়। তবে পাঠকদের বুঝে নিতে খুব একটা অসুবিধা হয় না। এই সময়ে শরৎচন্দ্রের সঙ্গে দেখা তার এক বাল্যবন্ধুর। বহুদিন পর দুজনের দেখা। শরৎচন্দ্র বন্ধুকে বলেন, কী হে চিনতে পারছ না বুঝি? আমার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

বন্ধুটিও রসিক, তিনি মজা করে বললেন, আজকাল বাংলার সাহিত্য আকাশে তো দুজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদয় হয়েছে। আপনি কোন জন?

বন্ধুর রসিকতা বুঝলেন রসিক শরৎচন্দ্র। তিনি হাসতে হাসতে উত্তর দিলেন, আমি চরিত্রহীন।

উত্তর শুনে বন্ধুটিও হেসে  ফেললেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর