সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মোবাইল সেলিব্রেটি হওয়ার উপায়

মোবাইল সেলিব্রেটি হওয়ার উপায়

বন্ধুমহলে এমন অনেকে আছেন যারা কাজ ছাড়াই সেলিব্রেটি হতে চান। হতে চান বিখ্যাত। একটি  ছোট্ট টেকনিক অবলম্বন করলে আপনিও সহজেই একজন মোবাইল  সেলিব্রেটি হতে পারেন। এজন্য  প্রথমেই আপনি আপনার মোবাইল  ফোনে একটি অ্যালার্ম সেট করুন যেটাতে ঘণ্টা কয়েকের ব্যবধানে কয়েকবার টোন বাজবে। আপনার রিংটোনের টোনটি অ্যালার্ম টোন হিসেবে সেট করতে হবে। আপনি যখন বন্ধুদের মধ্যে থাকবেন ঠিক এমন সময় অ্যালার্মটি বাজবে। অ্যালার্মটি বাজলেই আপনি  ফোন কানে দিয়ে কথা বলতে থাকবেন। খেয়াল রাখবেন ৫ অথবা ১০ মিনিটের মধ্যে কাল্পনিক কথা যেন শেষ হয়ে যায়। কথা শেষ হলেই ফিরে আসুন বন্ধুদের আড্ডায়। বন্ধুদের কাছে ফিরে আসার ৫ অথবা

১০ মিনিটের মাথায় আবারও কল নামের অ্যালার্ম বাজবে। সঙ্গে সঙ্গেই উঠে গিয়ে কাল্পনিক কলারের সঙ্গে কথা বলতে থাকবেন। তখন বন্ধুদের মাঝে কৌতূহল তৈরি হবে। এভাবে কিছুদিন এ প্রক্রিয়া অনুসরণ করুন। কয়দিন এ প্রক্রিয়াটি অনুসরণ করলে বন্ধুরা আপনাকে সেলিব্রেটি তকমা দিতে পিছপা হবে না।

 ম লেখা : সা’দ সাইফ

- অনার্স দ্বিতীয় বর্ষ, সরকারি এম এম এম, যশোর

সর্বশেষ খবর