সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গোপাল ভাঁড়ের কান্ড

সংগ্রহ : অর্পণ দাশগুপ্ত

গোপাল ভাঁড়ের কান্ড

কানা না হলে তোমাকে বিয়ে করি

গোপাল একদিন ঘরে ঢুকতে গিয়ে দরজার কাছে পা হড়কে পড়ে গেল। রেগে গিয়ে সে তার স্ত্রীকে বলে, ‘দোরগোড়ায় জল পড়ে রয়েছে সেটুকু মোছার সময়ও হয়নি।’ ততোধিক উত্তেজিত হয়ে তার স্ত্রী বলে, ‘তুমি কি কানা, চোখে দেখ না।’ গোপাল রাগের মাথাতেও স্বভাবসুলভ বুদ্ধি, চাতুর্যে পরিচয় দিতে ভোলে না। সে বলে, ‘হ্যাঁ, কানা না হলে কি আর তোমায় বিয়ে করি।’

 

কানামাছি ভোঁ ভোঁ

টাকা-কড়ি সঙ্গে নেই। এদিকে গোপাল তার বন্ধু গেছে খাবারের দোকানে। পেটপুরে  রকমারি মিষ্টি খেয়ে গোপাল বলে, ‘আমি দাম দেব।’ বন্ধুটি বলল, ‘না আমি দেব।’ এ নিয়ে দুই বন্ধুর ভিতর হাতাহাতি হওয়ার উপক্রম। অবশেষে গোপাল দোকানদারকে বলে, ‘আচ্ছা এক কাজ করা যাক। ছেলেবেলার সেই খেলাটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সেই যে- কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। আপনার গামছাটা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। চোখ বাঁধা অবস্থায় আপনি দুজনের মধ্যে যাকে ছোঁবেন, সে দাম দেবে।’ দোকানি হাসতে হাসতে বলল, ‘সেই ভালো, ভারি মজা হবে।’

তারপর দুই বন্ধু ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালায়। দোকানি ‘চোর-চোর’ বলে চেঁচাতে থাকে। কিন্তু প্রখর গ্রীষ্মের নিস্তব্ধ, জনশূন্য পথ- চোরকে ধরবে কে! দোকানির আর্তচিৎকার বাতাসের মিলিয়ে গেল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর