সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

জেরিন নামের একটা মেয়েকে পছন্দ করে রাকিব। রাকিব  জেরিনের বাবার কাছে এসে বলল, 

আংকেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।

জেরিনের বাবা : আমি তো আমার  মেয়েকে এখন বিয়ে দেব না।

রাকিব : কেন?

জেরিনের বাবা : আমার মেয়ে এখনো পড়তেছে।

রাকিব : ও, আচ্ছা। তাহলে আমি আধা ঘণ্টা পরে আসি। ওর পড়া শেষ হোক।

 

 

 

দুই বন্ধুর মধ্যে কথোপকথন

প্রথম বন্ধু : জানিস আমার বয়স যখন দুই বছর ছিল তখন আমি ১০ তলা থেকে পড়ে গিয়েছিলাম।

দ্বিতীয় বন্ধু : তুই কি বেঁচে ছিলি নাকি মারা গিয়েছিলি?

প্রথম বন্ধু অবাক হয়ে তাকিয়ে রইল। তখন দ্বিতীয় বন্ধু বলল, ও তুই জানবি কী করে? তুই তো তখন ছোট ছিলি!

 

সংগ্রহ : মো. জাহিদুল হাসান (ওয়াসী), পশ্চিম মাদারবাড়ী, সদরঘাট, চট্টগ্রাম।

 

 

 

হাবলু : কী হয়েছে তোর?

বল্টু : ভাবছিলাম বিশ্বের সব জ্ঞানী-গুণী মানুষ হারিয়ে যাচ্ছে। আইনস্টাইন, নিউটন, জগদীশ চন্দ্র বসু। আমারও না ইদানীং শরীরটা ভালো যাচ্ছে না।

 

 

 

ক্রেতা : ভাই, আপনার দোকানের নাম কী?

দোকানদার : দরকার কী?

ক্রেতা : বলুন না, ভাই। দোকানের নামটাই তো জিজ্ঞেস করেছি।

দোকানদার : বললাম তো দরকার কী!

ক্রেতা : ধুর মিয়া। আমার কোনো দরকার নেই। বললাম তো, এমনি।

দোকানদার : আরে ভাই, তখন  থেকেই তো বলছি আমার দোকানের নাম ‘দরকার কী’। বিশ্বাস না হলে সাইনবোর্ডটা দেখেন।

 

সংগ্রহ : নুসরাত জাহান মৌমিতা

পাবলা খানপাড়া, দৌলতপুর, খুলনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর