সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

গোপাল ভাঁড়ের রম্য

সংগ্রহ : অর্পণ দাশগুপ্ত

কৃষ্ণনগরের এক ধনী ব্যক্তি গোপালের কথা প্রায়ই বেশ আগ্রহ নিয়ে শুনতেন। তিনি ভাবলেন, গোপালের রহস্যালাপ করার শক্তি কেমন তা একবার পরীক্ষা করে দেখতে হবে। লোক পাঠিয়ে তিনি গোপালকে ডেকে পাঠালেন নিজের বাড়িতে। ধনী ব্যক্তির মনোভাব গোপাল জানত না। তাই তার আমন্ত্রণ উপেক্ষা না করে সে হাজির হলো সে বাড়িতে।

ভদ্রলোকের ধারণা ছিল, গোপাল মূর্খ সামান্য লোক। তাই গোপালকে দেখে তিনি বললেন, কীরে ব্যাটা নাপতে, তোর নাম কি গোপলে?

গোপাল সঙ্গে সঙ্গেই উত্তর দিল, ঠিক বলেছেন মশাই, আপনার নিজের পরিচয় নিজেই দিয়ে দিলেন, আমাকে আর জিজ্ঞাসা করতে হলো না।

কী রকম?

ভদ্র সমাজে সবাই গোপালচন্দ্র বলে, মধ্যবিত্ত অথবা জ্ঞানবান ব্যক্তিরা যারা আমাকে ভালোবাসেন তারা বলেন গোপাল, আর যারা ঠক-জোচ্চর, পাজি, দুশ্চরিত্র তারাই আমাকে গোপলে বলে ডাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর