সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কাঁঠাল কাহিনি

হানিফ ওয়াহিদ

কাঁঠাল কাহিনি

বিয়ের পর প্রথম চাচা শ্বশুরের বাড়িতে বেড়াতে গেছি। পরের দিন ভোররাতে হঠাৎ দরজায় দড়াম-দড়াম আওয়াজ। ভাবলাম বাড়িতে কী ডাকাত পড়ল?

দরজা খুলে দেখি, চাচা শ্বশুর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হাতে বিশাল কাঁঠাল। আমি ভয় পাওয়া গলায় বললাম, বাড়িতে কি ডাকাত পড়ছে? আগুন লাগছে  কোথাও? কীসে থেকে লাগল? ইলেকট্রিসিটি থেকে?

চাচা শ্বশুর হাসি হাসি মুখ করে বললেন, দূর মিয়া! বাড়িতে ডাকাত পড়ব কেন? সকাল বেলা ঘুম  থেকে উঠেই দৌড়ে গেছি বাজারে।  তোমার জন্য বাজারের সবচেয়ে বড় কাঁঠালটা কিনে এনেছি।

তারপর শুরু কাঁঠাল কাহিনি। নতুন জামাই আমি। কীভাবে বলি কাঁঠাল পছন্দ করি না? আমি গদগদ গলায় বললাম, জি চাচা, কাঁঠাল আমার অতি পছন্দের খাবার।

এই হলো শুরু! বিশাল কাঁঠাল খেয়ে অবস্থা বারোটা। দুপুরের আগে আর কোনো খাবার পেলাম না। বিকালের দিকে দেখি চাচা আরেকটা কাঁঠাল নিয়ে হাজির। মনে মনে বললাম, রাতের খাবারও গেল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর