সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ম্যান গো

হাসান মুনতাসীর

ম্যান গো

নানাবাড়িতে এই প্রথম গ্রীষ্মকালে গেলাম। আম-কাঁঠালের মৌসুম। গাছে গাছে কাঁচা আম ঝুলছে। এলাকায় আম নিয়ে আলোচনা শুরু হলে মনে হয়  যেন ট্রাফিক জ্যাম লেগেছে। এদিকে আমি নাকি আম কুড়াতে পারি না বলে গ্রামে কথা ছড়িয়ে পড়ল। এই অপবাদ ঘোচাতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এক বিকালে খাওয়ার পর সবাই উঠানে দাঁড়িয়ে। হঠাৎই গাছ  থেকে আম পড়ার ঠাস শব্দ হলো। আমি কোনো কিছু না দেখে দিলাম দৌড়। বৃষ্টি হওয়ায় মাটি পিচ্ছিল ছিল। আছাড় খেয়েও দৌড়ে গেলাম আম কুড়াতে। সে দিনই বুঝলাম আম পড়লেই মানুষ দৌড় দেয় বলেই হয়তো ইংরেজিতে আমকে ‘ম্যান গো’ বলে!

- শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর