সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

স্যার : পল্টু বল তো, পৃথিবীর ওজন কত?

পল্টু : ৪০ কেজি, স্যার।

স্যার : কীভাবে?

পল্টু : আমার প্রেমিকার ওজন ৪০ কেজি। আর ওই তো আমার পৃথিবী।

 

সংগ্রহ : নাবিলা বিনতে রফিক

- নাটোর সদর, নাটোর

 

 

নাট : আমি নতুন ইংরেজি শিখেছি।

বল্টু : আচ্ছা, ‘আমি তোমাকে চিনি’ এটার ইংরেজি বল তো?

নাট : এটা তো সহজ।

I sugar you..

বল্টু অজ্ঞান।

 

সংগ্রহ : সিঁথি সাহা

- লিবার্টি হল, খালিশপুর, খুলনা।

 

 

স্কুলে একবার স্যার মন্টুকে দাঁড় করে জিজ্ঞাসা করলেন, ধর তোমার কাছে চারটি আপেল রয়েছে। সেখান থেকে এক চোর এসে দুটি আপেল চুরি করে নিয়ে গেল। তোমার কাছে এখন কয়টি আপেল আছে?

মন্টু : চারটি আপেল তো আছেই। ওই চোরকেও বেঁধে রাখছি, স্যার।

 

সংগ্রহ : এম. জে জুয়েব সুজয়

- খিলগাঁও তালতলা, ঢাকা-১২১৯।

 

হাসিব আর জামিল দুই ভাই একটি ৩ সে.মি. কলা দুই ভাগ করবে।

হাসিব ৫ সে.মি. একটা স্কেল নিয়ে ভাগ করল। এইবার জামিল ১০  সে.মি. স্কেল নিয়ে বলল, ‘এইবার  স্কেলে বেশি অংশ ফাঁকা আছে। তার মানে তুই আমারে ঠকাইছিস।’

কথা শুনে হাসিব অজ্ঞান।

 

সংগ্রহ : শামস্ বিন শহীদ শামস

-মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর