সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নিমন্ত্রণ রক্ষা

শাহ্ মুহাম্মদ আবদুল্লাহ

নিমন্ত্রণ রক্ষা

পাশের বাসার আন্টি নিমন্ত্রণ করেছেন। তড়িঘড়ি করে রেডি হলাম। খাবার-দাবারের ব্যাপারে আমার গতি একটু বেশি। তাই বেশ আগেই পৌঁছে গেলাম। গিয়ে দেখি আন্টি এখনো রান্নায় ব্যস্ত। আমাকে দেখে বললেন, একটু অপেক্ষা কর। রান্না প্রায় শেষের পথে। আমি সোফায় গিয়ে বসলাম। প্রায় আধা ঘণ্টা পর আন্টি এক এক করে খাবারগুলো টেবিলে আনা শুরু করলেন। আমার প্রিয় খাবারের ছড়াছড়ি। কিন্তু আন্টি বললেন, তুমি করলা ভাজি খাও? খাদ্য তালিকায় সবচেয়ে করলা অপ্রিয় হওয়া সত্ত্বেও বললাম, জি আন্টি। আন্টি তখন এক বাটি করলা ভাজি আমার প্লেটে দিলেন। আমি পড়লাম বিপদে। তারপরও চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেললাম যাতে মাংস দিয়ে শান্তি মতো খেতে পারি। বিষয়টা আন্টি দেখে ভাবলো খুব স্বাদ হওয়ার কারণে এত তাড়াতাড়ি খেয়েছি। তাই আরেক বাটি করলা ভাজি আমার প্লেটে দিল। মনে মনে বললাম, ‘ফাঁইসা গেছিরে।’

- শিক্ষার্থী, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর