সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
পাঠকের চাপাবাজি

কানাকানি

আবদুর রব শরীফ

পল্টু সাহেব কানে কানে কথা বলতে দেখলে সন্দেহ করে আর ভাবে তাকে নিয়ে মনে হয় কোনো কথা বলছে। নিশ্চিত তার নামে নিন্দা চলছে! মফিজ মজা নেওয়ার জন্য অফিসে তাকে ঢুকতে দেখলেই পাশে যে কেউ থাকলে এমনি এমনি তার কানের দিকে মুখ নিয়ে যায়। মফিজ কি বলছে সেটা বের করার জন্য অতঃপর সে উঠে পড়ে লাগে। যাকে দূর থেকে কানে কানে কথা বলতে দেখেছে তার থেকে কথা বের করার জন্য তাকে পকেটের টাকা দিয়ে নাশতাও করায়। সে নাশতা খেয়ে বলে, ‘বলেছে, অন্যদিন বলব। কিন্তু কি বলেছে, সেটা আর বলে না। একদিন ধরল আমাকে। মফিজ আপনাকে আমার নামে কানে কানে কি বলেছিল? সহজ স্বীকারোক্তি দিয়ে বললাম, বলেছে, অন্যদিন বলব। কথা বের করতে না পেরে পল্টু সাহেব স্যারকে নালিশ দেওয়ার জন্য ঘরে ঢুকলেন। বললেন, স্যার, মফিজ দূর থেকে আমাকে দেখলেই কানাঘুষা করে, বদনাম করে। আপনিই বলেন, সে আমার নামে আপনার কাছে কি বলেছে? তখন স্যার বলল, বলেছে, অন্য এক সময় বলব। বেচারা তো মহাবিপদে পড়েছে। তবে সেও নাছোড়বান্দা। একদিন মফিজ সন্দেহবাতিক ভদ্রলোককে ডেকে বলল, যাদের জিজ্ঞেস করেন, তারা আপনাকে বলে না কানে কানে আমি কি বলি? তখন পল্টু সাহেব বলেন, না। মফিজ বলল, শুনবেন আমি আসলে কী বলি? সন্দেহবাতিক লোকটি বলল, হ্যাঁ শুনব। মফিজ ভদ্রলোকের কানে কানে বললেন, অন্য এক সময় বলব। এ কথা শুনে পল্টু সাহেব মাথা ঘুরে পড়ে গেলেন। অজ্ঞান হওয়ার আগে বললেন, ও এই কথা!

                - চট্টগ্রাম

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর