সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

ছাত্র : স্যার, একটা প্রশ্ন করব?

শিক্ষক : কর।

ছাত্র : একটা হাতিকে ফ্রিজে কীভাবে ঢোকাবেন?

শিক্ষক : এটা অসম্ভব।

ছাত্র : এটা খুবই সহজ। প্রথমে ফ্রিজের দরজা খুলুন। তারপর হাতিকে ঢোকান। এরপর দরজা বন্ধ করে দিন।

ছাত্র : স্যার, এবার বলুন তো ভালুককে কীভাবে ফ্রিজে ঢোকাবেন?

শিক্ষক : এটা খুবই সহজ। প্রথমে ফ্রিজের দরজা খুলতে হবে। তারপর ভালুককে ঢোকাতে হবে।

ছাত্র : না স্যার, প্রথমে হাতিকে বের করতে হবে তারপর ভালুককে ঢোকাতে হবে।

শিক্ষক : আচ্ছা!

ছাত্র : স্যার, আরেকটা প্রশ্ন করি?

শিক্ষক : কী প্রশ্ন?

ছাত্র : সিংহের জন্মদিনে সিংহ বনের সব প্রাণীকে দাওয়াত দিল। এখন বলুন তো কোন প্রাণীটি আসবে না?

শিক্ষক : যেসব প্রাণী সিংহ শিকার করে তারা আসবে না।

ছাত্র : না স্যার, ভালুক আসবে না। কারণ সে তো ফ্রিজের মধ্যে।

ছাত্র : আরেকটা প্রশ্ন করি, স্যার?

শিক্ষক : আবার কী প্রশ্ন?

ছাত্র : একটা নদীতে অনেক অ্যানাকোন্ডা সাপ আছে। এখন আপনি কীভাবে নদীটি পার হবেন?

শিক্ষক : আমি পার হতে পারব না। আমার নৌকা বা অন্য কিছু  লাগবে।

ছাত্র : না স্যার, আপনি সাঁতার কেটে পার হতে পারবেন। কারণ অ্যানাকোন্ডা সাপ তো সিংহের দাওয়াতে গেছে।

 

►  সংগ্রহ : নাবিলা বিনতে রফিক

নাটোর সদর, নাটোর

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর