সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

ক্রেতা : আলুর দাম কত?

বিক্রেতা : ৫০ টাকা কেজি।

ক্রেতা : আগে তো ১৬ টাকা কেজি ছিল!

বিক্রেতা : আগে দিতাম এখন দিই না।

ক্রেতা : ঠিক আছে, দুই কেজি আলু দিন।

বিক্রেতা : একি, একি! টাকা না দিয়ে কোথায় যাচ্ছেন?

ক্রেতা : আগে দিতাম এখন দিই না।

 

সংগ্রহ : সামিহা রহমান ঊর্মি অধরা, শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।

 

 

 

শিক্ষক : আপনার ছেলে পাশের ছেলের খাতা দেখে পরীক্ষা দিয়েছে।

ছাত্রের বাবা : আপনি এত শিওর হলেন কীভাবে?

শিক্ষক : সামনের ছেলে লিখেছে দুবাই কোথায় আমি জানি না। আপনার ছেলে লিখেছে, ‘আমিও জানি না।’

 

সংগ্রহ : জাহিদুল হাসান ওয়াসী

পশ্চিম মাদারবাড়ী, চট্টগ্রাম।

 

 

 

অপারেশন থিয়েটারে নারী রোগীর বয়স জানতে চাইলেন ডাক্তার।

নারী : ১৮ বছর।

ডাক্তার : ডাক্তারের কাছে বয়স লুকাতে নেই।

নারী : ২৮ বছর।

ডাক্তার : এনেসথেশিয়ার জন্য প্রকৃত বয়স জানাটা গুরুত্বপূর্ণ।

নারী : ৩২ বছর, সর্বোচ্চ।

ডাক্তার : বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে অপারেশনের সময় আপনি ব্যথা পেতে পারেন। 

নারী : ৩৫ বছরের বেশি না!

ডাক্তার : আরেকবার ভেবে বলুন।

নারী : ৩৮ বছর! মারা গেলে যাব। তবু বয়স আর একদিনও বাড়াতে পারব না।

সংগ্রহ : মারজান, নবম শ্রেণি,

শহীদ পুলিশ স্মৃতি কলেজ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর