সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
পাঠকের লেখা

এমন যদি হতো

আল সানি

এমন যদি হতো

পরীক্ষার আগের দিন স্যার যদি সবাইকে ডেকে বলতেন, ‘তোমাদের আর পরীক্ষা নেব না। সবাই এ প্লাস পাবে। কষ্ট করে আর পড়া লাগবে না।’

 

মোবাইল হাতে না দেখতে পেয়ে মা যদি এসে বলত, ‘কিরে তোর হাতে মোবাইল নেই কেন? ফেসবুক চালাবি না? ওয়াইফাই লাইনে কি সমস্যা হয়েছে? ডাটা প্যাক কিনে দেব?’

 

ক্যাম্পাসের সামনের টঙের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় টঙের  দোকানদার যদি এসে বলত, ‘আজ দোকান থেকে যা ইচ্ছা তাই খান। কোনো টাকা-পয়সা দেওয়া লাগবে না। আজ থেকে সব ফ্রি।’

 

গার্লফ্রেন্ডকে ফোন দিলে যদি সে অভিমানের সুরে বলত, ‘জান, তোমাকে না কতবার বলেছি সরাসরি কল দিবে না, মিসড কল দিবে? আমি কলব্যাক করব। আজ আস, দেখা করি, রেস্টুরেন্টে খাওয়াব তোমাকে।’

 

মেস মালিক হঠাৎ এসে যদি বলত, ‘এ মাসে তোমাদের আর ভাড়া দেওয়া লাগবে না। সবার ভাড়া মওকুফ। আর মাঝে মাঝে আমার বাসায় এসে দুটো ডাল-ভাত খেয়ে যেও। তোমরা ছাড়া আর কে আছে আমার!’

 

টাকা ধার করে হাওয়া হয়ে যাওয়া বন্ধু যদি ফোন দিয়ে বলত, ‘দোস্ত তোর থেকে ধার নেওয়া টাকাটা ব্যাক দিব। আর সঙ্গে কিছু অতিরিক্ত টাকা পাঠিয়ে দিলাম। ফল-ফ্রুট কিনে খেয়ে নিস কিছু।

- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর