সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলুর আত্মকথন

প্রিয় ভাই ও বোনেরা,

আমি আলু বলছি। যাকে আপনারা ভর্তা করে খেয়ে থাকেন। কাজের কথায় আসি। দোষে-গুণে আলু অথচ আপনারা শুধু আলুর দোষ বলে দোষটাই প্রচার করেন। আলু শর্করা জাতীয় খাবার। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এগুলো প্রচার করেন না কেন?

আপনাদের সন্তানরা যখন চিপস চিপস বলে কান্নাকাটি করে তখন পটেটো চিপস খাইয়ে বাচ্চাদের সামলান। আর আলুর চপের কথা নাইবা বললাম। তারপরও শুধু শুধু আলুর দোষ খোঁজেন। সবজি সমাজেও আমাদের কেউ পাত্তা দিত না। টমেটো, লাউ, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি সবাই আলুদের নিয়ে ট্রল করত। মুলাও আলু দেখলে ভেংচি কাটত। অথচ সময়ের ব্যবধানে আজ পিঁয়াজও আমার সঙ্গে সেলফি তুলতে চায়।

পত্রিকা, টিভির শিরোনামে উঠে এসেছে আলু। মনে রাখবেন কাউকে অবহেলা করতে নেই। রাতের পর যেমন দিন, ঠিক তেমনি দুঃখের পর আছে সুখ। আজ আলুদের দিন ফিরেছে। পিঁয়াজের মতো আমরাও এখন সেলিব্রেটি। আমরা যার-তার সঙ্গে এত কথা বলি না। বাই।

 

লেখা : মাহবুবুর রশিদ, কানাইঘাট, সিলেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর