সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিনেমা দেখা

রাফিউজ্জামান সিফাত

মফিজ সিনেমা দেখবে। কিন্তু কি সিনেমা দেখবে সে জানে না। মফিজের ভালো লাগে বাংলা দুর্দান্ত ফাইটিং সিনেমা। ‘ইয়া ঢিশুমাইক’ চিৎকারে ভিলেনের চোয়ালে নায়কের ঘুষি। ঘুষাঘুষির একপর্যায়ে নায়িকার সঙ্গে ধাক্কা, তারপর ফুলের টোকাটুকি, শেষে আবার ঘুষাঘুষি। ভালো লাগলেও আজকাল এসব সিনেমা দেখা যায় না। ইদানীং ফেসবুক সমাজে নিজের ক্লাস বোঝাতে বিদেশি ভাষার গুরুগম্ভীর সিনেমা। এগুলোর কিছুই মফিজ ভালো বুঝে না। কেবল সিনেমা দেখলেই চলে না, সিনেমার পরিচালক থেকে শুরু করে স্পটবয়, লাইটম্যান সবার খোঁজখবরও রাখতে হয়। সিনেমা দেখার আগে ফেসবুকে পোস্ট দিতে হয়, দেখা শেষে লিখতে হয় রিভিউ। রিভিউতে যোগ করতে হয় ভারি ভারি সিনেমাটিক শব্দ। মফিজ কিছু কঠিন শব্দ গুগল করে শিখে রেখেছে। কিন্তু সেই আগের সিনেমা দেখার মজাটা সে আর পায় না। তবুও বন্ধুদের কাছে নিজের ভাব বজায় রাখতে সে বহু খোঁজাখুঁজি করে সবচেয়ে কঠিন নামের একটা ভিনদেশি সিনেমা দেখা শুরু করল। সঙ্গে রাখল নোটবুক। সিনেমা দেখতে সঙ্গে নোটবুক রাখতে হয়। সিনেমার মাঝে মাঝে সাবটাইটেল থেকে কয়েকটা লাইন নোটবুকে টুকে রাখা লাগে যেন পরবর্তীতে স্ট্যাটাসে ব্যবহার করা যায়। সিনেমাটা অতিরিক্ত পানশে। শুরু হতে না হতেই মফিজের হাই উঠতে লাগল। বহু চেষ্টায়ও সে চোখ খোলা রাখতে পারল না। সে ঘুমিয়ে গেল। যখন ঘুম ভাঙল ততক্ষণে সিনেমা শেষ। সিনেমার সে কিছুই দেখে নাই। কিন্তু ফেসবুকে যেহেতু সিনেমা শুরুর আগেই সে পোস্ট দিয়ে জানিয়েছিল তাই সিনেমা নিয়ে তাকে কিছু লিখতেই হবে। সে ঘুম জড়ানো চোখে লিখল, ‘স্প্যানিশ ভাষার এ সিনেমাটি দেখে আমার চোখ জুড়াল। কি দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, শক্তিশালী চিত্রনাট্য, অসাধারণ সংগীত আয়োজন। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে নায়িকার সংলাপ। মেয়েটি যতবার ডায়ালগ দিয়েছে ততবার আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। লেখা শেষে বজলু পোস্টটি ফেসবুকে শেয়ার করল। প্রকাশের মিনিটখানেকের মধ্যে কমেন্ট এলো, ‘ভাই, তাড়াতাড়ি পোস্ট ডিলিট করেন। এই সিনেমায় নায়িকার কোনো সংলাপই নাই। নায়িকা তো বোবা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর