সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শীতকে জয় করতে

শীতকে জয় করতে

হাঁটি হাঁটি পা পা করে শীত ওই আসছে ঋতু বদলের পরিক্রমায়। এখনই শীতের কথা ভেবে যারা ঠান্ডায় কাবু। সেই শীত-ভীতুদের জন্য ব্যতিক্রমী কিছু পরামর্শ-

►  দামি ব্রান্ডের, দীর্ঘক্ষণ স্থায়ী-  এমন পারফিউম কেনার মোক্ষম সময় এখন। শীতকালে কতদিন গোসল না করে থাকতে হয়, কে জানে!

 

►  শীতকালে অনেকেরই বিয়ের ফুল ফোটে। তাই এই ঝামেলার কাজ শীতের আগেই করে ফেলুন। কড়া শীতে আরামে থাকবেন।

 

►  শীত ভালোবাসেন না এমন মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলুন। তাহলে ‘শীতে এই মজা, শীতে ওই মজা’, এমন মন্তব্য শুনে আপনি রেগে ফুঁসে ওঠবেন না।

 

►  শীত নামটা শুনলেই অনেকের ভয়ে বুক কাঁপুনি দিয়ে ওঠে। তাই তাদের সামনে শীতকে উপস্থাপন করতে পারেন এই বলে, ‘এই গ্রীষ্মকালে যা ঠান্ডা না!’

 

►  লেখকদের মাঝে যারা অলস তাদের খবর হয়ে যায় শীতে। শীতকাল এলে অনেকেই কি-বোর্ড অথবা কলম হাতড়াতেই চান না ঠান্ডার ভয়ে। তাই শীতকেন্দ্রিক লেখাগুলো এখনই লিখে ফেলুন। ব্যস্! ঝামেলা গেল চুকে। সময়ের আগেই কার্য সমাধা।

 

►   লেখা : সাদ সাইফ, ঝিকরগাছা, যশোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর