সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

চোর গাছে ডাব চুরি করছে, এমন সময় ডাব গাছের মালিক ডাক দিল-

ওই, গাছে কে রে?

চোর : আমি গণি।

মালিক : আমার গাছের ডাব তুই গুনছিস কেন? আমার গাছের ডাব আমিই গুনতে পারি। তুই গাছ থেকে নেমে আয়!

►  সংগ্রহ : মো. মানিক খান

ইসলামাবাদ, লংগদু, রাঙামাটি।

প্রেমিকা : এই তুমি সিগারেট খাও কেন?

প্রেমিক : বাতাস কোনদিকে যায় দেখার জন্য।

►  সংগ্রহ : এস. এ. সাব্বির আহমেদ

শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়।

পল্টু : কিরে, তোর কপালে ব্যান্ডেজ কেন?

বল্টু : বউ ফুল ছুড়ে মেরেছে।

পল্টু : সামান্য ফুলে ব্যান্ডেজ?

বল্টু : ফুলের সঙ্গে তো ফুলদানিও ছিল রে...।

►সংগ্রহ : জাহিদুল হাসান ওয়াসী

পশ্চিম মাদারবাড়ি, চট্টগ্রাম

বাবা : শাপলা, গণিতে কত পেয়েছিস?

শাপলা : বড় আপুর চেয়ে ৫ নম্বর কম।

বাবা : তোর বড় আপু কত পেয়েছে?

শাপলা : বড় আপু ৫ পেয়েছে, বাবা!

►  সংগ্রহ : সামিহা রহমান ঊর্মি অধরা,

অষ্টম শ্রেণি, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।

বাবা : সব কিছুতে তর্ক করিস না। আমি কি তোর থেকে কম জানি?

ছেলে : বাবারা কি সব কিছুই ছেলের থেকে বেশি জানে?

বাবা : অবশ্যই।

ছেলে : বল তো, মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেছে?

বাবা : নিউটন।

ছেলে : তাহলে নিউটনের বাবা এটা আগে আবিষ্কার করতে পারেননি কেন?

► সংগ্রহ : শাকিল শিকদার,

দুর্গাপুর উচ্চ বিদ্যালয়, বরিশাল সদর, চরকাউয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর