সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রেমের কোর্স

সাদ সাইফ

প্রেমের কোর্স

আমার বন্ধুর তালিকায় অধিকাংশেরই প্রেমিকা আছে। মিন্টু, বন্ধুদের ভিতরে  একমাত্র সিঙ্গেল। ইশ্! আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকত! এমন আফসোসের সুরে ওকে কোনো দিন কথা বলতে শুনিনি। একদম শান্ত, চুপচাপ স্বভাবের। একেবারে ভদ্র ছেলে যাকে বলা যায় আরকি। বন্ধুদের অনেকেই যখন গার্লফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে প্রেমালাপে মগ্ন ও তখন বলত, এমন আলাপ এখন চলবে, কয়দিন পর এ ভালোবাসার পাঠশালা কোথায় যে চুকে যাবে কে জানে? আমি ওর এমন উপহাস দেখে মনে মনে বলতাম, ‘দোস্ত, তুমিও কয়দিন সিঙ্গেল থাক দেখব।’ লকডাউনে দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে তার সঙ্গে আর দেখা করার সুযোগ হয়নি। দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই তার সঙ্গে দেখা। দেখে বোঝার উপায় নেই এই সেই আমাদের মিন্টু। চেহারায় কত পরিবর্তন। মুখটায় সলজ্জ হাসি-হাসি ভাব।

বললাম, ব্যাপার কী? এত হাসি-খুশি কেন?

মিন্টু বলল, আর বলিস না। তোর ভাবির সঙ্গে দেখা করতে যেতে হবে। তাই চলে এলাম। চল তো।

আমি যেন আকাশ থেকে পড়লাম, বলে কী!

বললাম, মিন্টু একটু বিস্তারিত বলত?

মিন্টু বলল, লকডাউনে তো অনেক সময় পেলাম। তাই বসে না থেকে একটা প্রোডাক্টিভ কাজ করে ফেললাম। এই লকডাউনে প্রেম না করতে পারলে হয় নাকি? সিঙ্গেল বলে তোদেরও একটা টেনশন ছিল। সবাই তো কোনো না কোনো কোর্স করল, আমি প্রেমের কোর্সটা সম্পন্ন করলাম রে...!

- সরকারি এম এম কলেজ, যশোর

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর