সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

শিক্ষক : বলত, পৃথিবীতে কয়টি দেশ আছে?

ছাত্রী : একটি।

শিক্ষক : সেটা কীভাবে?

ছাত্রী : স্যার, একটি দেশ আর বাকি সব তো বিদেশ!

 

 

বল্টু : কীরে তোর তো গতকাল বিয়ে ছিল?

পল্টু : হ্যাঁ। কিন্তু একটা মশা মারার কারণে বিয়েটা ভেঙে গেছে রে...

বল্টু : কেন?

পল্টু : আর বলিস না। মশাটা বসে ছিল হবু শ্বশুর মশাইয়ের গালে।

 সংগ্রহ : নুসরাত জাহান তাহিরা, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পশ্চিম ভাসানটেক, ঢাকা।

 

 

হাবলু : তোর এত দেরি হলো কেন?

মফিজ : রাস্তায় একজনের ১ হাজার টাকার নোট হারিয়ে গিয়েছিল তাই।

হাবলু : ও। তুমি টাকাটা খ্ুঁজতে সাহায্য করেছিলে?

মফিজ : নারে দোস্ত, আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।

 সংগ্রহ : আফিফা তাজকেরা সরকার, অষ্টম শ্রেণি, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ।

 

 

চিকিৎসক : আপনার জন্য একটি কম খারাপ খবর আর একটি বেশি খারাপ খবর আছে।

রোগী : কম খারাপ খবরটা কী?

চিকিৎসক : ল্যাব রিপোর্ট বলছে, চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলে অপারেশন করাটা লাইফ রিস্কের ব্যাপার হয়ে যাবে।

রোগী : বলেন কী! মাত্র চব্বিশ ঘণ্টা? এর চেয়ে বেশি খারাপ খবর আবার কী?

চিকিৎসক : এই রিপোর্ট পেয়ে গতকাল থেকে আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

 সংগ্রহ : আবদুল্লাহ আল মাছুম,

সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ, চতুর্থ বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর