সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

স্বামী ডিভোর্স চাইছেন। পরামর্শের জন্য গেলেন আইনজীবীর কাছে।

স্বামী : আমি আমার স্ত্রীকে আজই ডিভোর্স দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।

আইনজীবী : কেন, সমস্যা কী আপনাদের?

স্বামী : আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।

আইনজীবী : আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।

  সংগ্রহ : মো. নেয়ামত উল্লাহ, খিলগাঁও গভর্মেন্ট কলোনি কলেজ।


বল্টু : কিরে কেল্টু, তুই নাকি গতকাল জরিনার হাতে থাপ্পড় খেয়েছিস?

কেল্টু : নারে ভাই, তা ঠিক না। একটা হারবাল কোম্পানির টুথপেস্ট কিনেছিলাম। ওটা দিয়ে দাঁত মেজে একটু পরীক্ষা করলাম, দাঁত কতটা শক্ত হয়েছে।

  সংগ্রহ : প্রণয় কুমার সাহা, শিক্ষার্থী, মাস্টার্স, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া


স্ত্রী : শোনো, এই কাপড়গুলো একটু ধুয়ে দাও তো।

স্বামী রেগে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আইনজীবী বন্ধুর বাড়ি যাচ্ছি। আমার ডিভোর্স চাই।

একটু পর বাড়িতে ফিরে স্বামী চুপচাপ কাপড় কাচতে বসলো।

স্ত্রী : কী হলো? কথা হলো বন্ধুর সঙ্গে?

স্বামী : নাহ। গিয়ে দেখি সে বাসন মাজছে। খুব ব্যস্ত।

 সংগ্রহ : রেজওয়ানা মমতাজ, পরীক্ষার্থী, দ্বাদশ শ্রেণি, রাজশাহী কলেজ, রাজশাহী।


বল্টু : তোর ওজন কত?

পল্টু : চশমাসহ ৬০ কেজি।

বল্টু : আর চশমা ছাড়া?

পল্টু : চশমা ছাড়া তো কিছুই দেখি না।

 সংগ্রহ : ফিরদাউস ইসলাম নওয়াপাড়া, যশোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর