সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

স্ত্রী : এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?

স্বামী : কই, কিছু না তো!

স্ত্রী : আরে, এ যে দেখি ডাহা মিথ্যা কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?

স্বামী : না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।

►  সংগ্রহ : সিয়াম রায়হান, দশম শ্রেণি, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা।

 

 

ঘটক : আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে পেয়েছি।

ছেলের বাবা : তাহলে তো ওই মেয়ে আমার ছেলের বউ হতে পারবে না।

ঘটক : কেন?

ছেলের বাবা : আমার ছেলের হালকা ডায়াবেটিস আছে। তাই ওর জন্য মিষ্টি নিষেধ।

►  সংগ্রহ : আফরিন জাহান, অষ্টম শ্রেণি, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়।

 

 

এক যাত্রী স্টেশনে নেমে বল্টুর মামাকে জিজ্ঞাসা করল, ভাই, এটা কোন স্টেশন?

বল্টুর মামা : পাগল নাকি! দেখেন না,  এইটা রেলস্টেশন!

►  সংগ্রহ : রাতুল দত্ত, সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।

 

 

মেয়ে : মা আমাকে কী পরলে বেশি ভালো লাগে?

মা : বই পড়লে।

►  সংগ্রহ : নুসরাত জাহান মৌমিতা,

পাবলা খানপাড়া, দৌলতপুর, খুলনা।

 

 

স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে।

স্বামীর ফোন পেয়ে বললÑ

স্ত্রী : কতবার বলব যে, আমি আর বাপের বাড়ি থেকে তোমার বাড়িতে যাব না। তবুও কেন প্রতিদিন ফোন কর?

স্বামী : প্রতিদিন ভয় পাই। যদি সিদ্ধান্ত পাল্টাও। তাই ফোন করে নিশ্চিত হয়ে নিই যে, আসবে না।

►  সংগ্রহ : আবদুল্লাহ আল রফি, রানাপিং, গোলাপগঞ্জ, সিলেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর