সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
পাঠকের লেখা

মশার কান্ড

শাকিব হুসাইন

মশার কান্ড

মশার গান শুনে মফিজ বিরক্ত হয়ে গেল। মশারির ভিতরে সেখানেও মশা গান গেয়েই যাচ্ছিল। মফিজ এবার কম্বল জড়িয়ে ঘুমাতে গেল। ঠিক সেই সময় কম্বলের ভিতরে একটা জোনাকি পোকা ঢুকে পড়ল...

মফিজ কানে একটু কমই শুনতে পায়। এ জন্য পাড়ার সবাই তাকে নিয়ে একটু আলোচনা করে। মফিজদের পাড়ার নাম মশাপাড়া। সারা বছর মশার উপদ্রব বলেই পাড়ার নাম ‘মশাপাড়া’ রাখা হয়েছিল। সেখানে সবাইকে নিয়ে সভা বসেছে। কী উপায়ে মশা তাড়ানো যায়। একজন বললেন, তোমরা সবাই বেশি করে মশারি টানাবে। বাড়ির আশপাশে পানি জমতে দেবে না। হঠাৎ মফিজ বলে উঠল, এটা আপনি কী বলছেন, ভাই। আশপাশে পানি জমতে দিলে তো মশারা বংশবিস্তার করবে। আর মশার উপদ্রব বেড়ে যাবে।  লোকটি রেগে বললেন, আমি এটা বলিনি। পেছন থেকে একজন বলল, ভাই, বাদ দেন। ও কানে একটু কম শোনে। সভা শেষে মফিজ বাড়ি ফিরল। রাতের বেলা মফিজ যখন ঘুমাতে যাবে তখনই একটা মশা কানের কাছে পু পু করছে। মফিজ বলল, মশারা তো ভালোই গান করে। অনেক সময় মশার গান শুনে মফিজ বিরক্ত হয়ে গেল। মশারির ভিতরে সেখানেও মশা গান গেয়েই যাচ্ছিল। মফিজ এবার কম্বল জড়িয়ে ঘুমাতে গেল। ঠিক সেই সময় কম্বলের ভিতরে একটা জোনাকি পোকা ঢুকে পড়ল। মফিজ চিৎকার করে বলে উঠল, বাবা রে বাবা! মশারা গান শুনাতে আমাকে টর্চলাইট দিয়ে খুঁজছে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর