শিরোনাম
সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

শিক্ষক : কী ব্যাপার! আজ স্কুলে এত দেরি করে এলে?

ছাত্র : স্যার, আমি তাড়াতাড়ি আসছিলাম। কিন্তু স্কুলের কাছে সাইনবোর্ডে লেখা, ‘সামনে স্কুল, ধীরে চলুন’। ওটা দেখে ধীরে চলতে গিয়ে দেরি হয়ে গেল।

সংগ্রহ : আফরিন জাহান, অষ্টম শ্রেণি, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়

 

 

প্রথম বন্ধু : চল, ওই বাগান থেকে কয়েকটা গোলাপ ফুল নিয়ে আসি।

দ্বিতীয় বন্ধু : নোটিস লেখা দেখিস না,  ‘ফুল তোলা নিষেধ।’

প্রথম বন্ধু : ঠিক আছে। তবে চল, গাছ তুলে নিয়ে আসি। সেটা তো আর নিষেধ নয়।

সংগ্রহ : জাকিয়া জান্নাত, রাজশাহী

 

 

বিজ্ঞান ক্লাসে শিক্ষক ছাত্রকে বললেন, জলে থাকে এমন চারটি প্রাণীর নাম  বল?

ছাত্র : ব্যাঙ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের ছেলে।

সংগ্রহ : শুভাদিত্য ঘোষ শোভন, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি, গাজীপুর।

 

দাদা বাজার থেকে বাড়ি এসেছে।

দাদা : মন্টু, তোর স্যার আজ আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন রে?

মন্টু : দাদু! আমি স্কুলে গতকাল বলেছিলাম যে, আমার দাদু মারা গেছে, তাই আসতে পারিনি।

সংগ্রহ : আরাফাতুম জান্নাত সুস্মি,

ষষ্ঠ শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।

 

প্রথম বন্ধু : আচ্ছা, যাই আজকে। যুদ্ধ করতে গেলাম।

দ্বিতীয় বন্ধু : যুদ্ধ করতে গেলাম মানে?

প্রথম বন্ধু : শীতকালে গোসল করা মানে একপ্রকার যুদ্ধ করা নয়?

সংগ্রহ : ফিরদাউস ইসলাম, নওয়াপাড়া, যশোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর