সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শীতের দোটানা

ইকবাল খন্দকার

শীতের দোটানা

♦ ডায়ালগ : তানভীর আহমেদ ♦ কার্টুন : কাওছার মাহমুদ

আমার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা। মুখ দেখেই বুঝলাম মন-মেজাজ খুব খারাপ। তাই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা কিনা। বড় ভাই বললেন, সমস্যা মানে! বিরাট সমস্যা। অন্যান্য বছর এই সময় আমি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যাই। আমি শুধু নয়, আমার বউ-বাচ্চাও যায়। পারিবারিক ভ্রমণ যাকে বলে। কিন্তু এবার যন্ত্রণায় পড়েছি। এবার কোথাও যেতে পারছি না। কী যে মেজাজ খারাপ লাগছে, বলে বোঝাতে পারব না। আমি বললাম, বোঝাতে হবে না। আপনার দাঁত কিড়মিড় করার স্টাইল দেখেই মেজাজ খারাপের পরিমাণ বোঝা যাচ্ছে। তবে এত মেজাজ খারাপ করার কিছু নেই। এ বছর দেশের অবস্থা খারাপ। অতএব, অন্যান্য বছরের মতো এবার পারিবারিক ভ্রমণে যাওয়ার সুযোগ না হওয়াটাই স্বাভাবিক। বড় ভাই বললেন, ধুর বেটা, সবকিছুর দায় করোনার ওপর চাপাস কেন? আমি যে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ছুটি কাটাতে ভ্রমণে যেতে পারছি না, এর জন্য করোনা দায়ী নয়। দায়ী হচ্ছে উল্টাপাল্টা আবহাওয়া। আমি বললাম, আপনার কথা কিছুই বুঝতে পারছি না ভাই। আরও খোলাসা করুন। বড় ভাই আরও খোলাসা করলেন, আরে বাপুরে, তুই জানিস না আমার ফ্যান, এসির ব্যবসা? অন্যান্য বছর এই সময় প্রচুর শীত থাকে। এ জন্য দোকানই খুলতে হয় না। আর এবার বন্ধই করতে পারছি না। ছুটি কাটাব কীভাবে? বিশ্বাস করবি না, গতকাল একজন এসির দাম জিজ্ঞাসা করল। বোঝ অবস্থা! আমার এক বন্ধু বলল, জীবনে অনেকবার গার্লফ্রেন্ড চলে গেছে। কিন্তু আমি কখনোই ততটা কষ্ট পাইনি, যতটা কষ্ট পেয়েছি এবার। আমি জিজ্ঞাসা করলাম, এবারও গার্লফ্রেন্ড গেছে নাকি? ছোট ভাই বলল, আরে না। এবার গেছে শীত। বিশ্বাস কর, গার্লফ্রেন্ড চলে গেলেও এতটা কষ্ট পাইনি, যতটা কষ্ট পেয়েছি শীত চলে যাওয়ার কারণে। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, তোরা না অল্পতেই বেশি বাড়াবাড়ি করে ফেলিস। ছোট ভাই বলল, আপনি হলেও করতেন। যদি আপনি আমার মতো দামি একটা জ্যাকেট কিনতেন। ভাই, ম্যালা টাকা দিয়ে একটা জ্যাকেট কিনেছিলাম। কেনার পরই শীত নেই। এখন আপনিই বলেন, এমন নতুন ডিজাইনের একটা জ্যাকেট যদি এখন না পরি, আগামী শীতের অপেক্ষায় রেখে দিই, তাহলে নতুন ডিজাইন কি নতুনই থাকবে? তার ওপর বাসায় আছে তেলাপোকা। কেটে যে ফেলবে না তার কোনো গ্যারান্টি আছে? আমি বললাম, নো টেনশন। প্যান্ট ছেঁড়া হওয়াটাই ফ্যাশন। আশা করা যায় তেলাপোকায় কাটা জ্যাকেটও ফ্যাশন জগতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হবে। বেস্ট অফ লাক। আমার এক প্রতিবেশী বললেন, ভাই, বউ খালি সন্দেহ করে। আর আবহাওয়াটাও সন্দেহ করারই উপযোগী। আমি তাজ্জব হয়ে বললাম, আবহাওয়া আবার সন্দেহ করার উপযোগী হয় কীভাবে? প্রতিবেশী বললেন, অন্য বছর এই সময়টায় বিকাল হলেই বারান্দায় বসতাম রোদ পোহানোর জন্য। কিন্তু এবার যেহেতু শীত নেই বলে বারান্দায় বসতেই বউ সন্দেহ করতে শুরু করে দেয়। তার ধারণা আমি আশপাশের বিল্ডিংয়ের বারান্দায় উঁকিঝুঁকি মারার জন্য বসি। যেহেতু শীত নেই, রোদ পোহানোর দরকার নেই। আপনিই বলেন, আজকে যদি কনকনে শীত থাকত, বউয়ের মনে কি এই ধরনের সন্দেহ ঢুকত? আমার এক বন্ধু বলল, যখন বর্ষাকালেও বৃষ্টি হয় না, তখন বৃষ্টি নামানোর জন্য ব্যাঙের বিয়ে দেওয়া হয়। আমি বললাম, এটা তো অনেক পুরনো নিয়ম। কিন্তু হঠাৎ করে শীতকালে বর্ষাকালের কথা মনে করলি যে? বন্ধু বলল, না মানে মাথায় নতুন একটা আইডিয়া এলো। শীত নামানোর জন্য একটা কাজ করা যেতে পারে। না মানে একটা অভিনব প্রতিবাদ জানানো যেতে পারে। আমি বললাম, কী ধরনের প্রতিবাদ? বন্ধু বলল, অনেক কম্বল ছাদে নিয়ে সবকটিতে পানি ঢেলে দিলে কেমন হয়? মানে শীতকে লজ্জা দেওয়ার জন্য আর কি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর