সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

ডাক্তার : এখন কেমন আছেন?

রোগী : ভালোই। তবে আমার বন্ধু বলছিল, আমার এই অপারেশনটার জন্য আপনি অনেক বেশি টাকা নিয়েছেন।

ডাক্তার : দেখুন, আপনার বন্ধুর কাছে আপনার জীবনটা সস্তা মনে হতে পারে। কিন্তু আমার কাছে রোগীর জীবন এত সস্তা নয়।

 

বিয়ের দাওয়াত পেলাম। দাওয়াত কার্ডে সবকিছু ঠিকঠাক। কিন্তু কার্ডের শেষে লেখা, ‘স্টে হোম, স্টে সেফ।’ এখন বুঝতে পারছি না যেতে বলল নাকি যেতে না করল?

►  সংগ্রহ : জিসান আহমেদ

নিউটাউন, কিশোরগঞ্জ

 

বল্টু এক দিন জ্যোতিষীর কাছে গেল।

বল্টু : আমার হাত দেখে বলুন তো আমার ভবিষ্যৎ কেমন?

জ্যোতিষী : তোর হাতটা আমার হাতের ওপর রেখে চোখ বন্ধ কর। কী দেখতে পারছিস?

বল্টু : ঘোর অন্ধকার!

জ্যোতিষী : ওটাই তোর ভবিষ্যৎ।

►  সংগ্রহ : শাওন দত্ত

আরএসি, ষষ্ঠ পর্ব, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট।

 

লকডাউনে বইয়ের ধারেকাছে যাওয়া হয়নি। অনেক দিন পর খুব মন দিয়ে পড়াশোনা করতে বসলাম। প্রায় এক ঘণ্টা হয়ে গেল পড়তে পড়তে।

মা-বাবা দেখে খুব খুশি। অনেক দিন পরে পড়ছি বলে কথা।

কিছুক্ষণ পর ছোট বোন এসে বলল, ‘আপু, তুমি আমার বই নিয়ে কী করছ?’ এ কথা শুনে মা-বাবা ছুটে এসে দেখল, আমি এতক্ষণ আমার ছোট বোনের তৃতীয় শ্রেণির বই পড়ছিলাম।

►  সংগ্রহ : নুসরাত জাহান মৌমিতা

পাবলা, খানপাড়া, দৌলতপুর, খুলনা।

 

পথিক : ভাই, আপনি গাছে ওঠে উল্টো হয়ে ঝুলে আছেন কেন?

লোক : মাথাব্যথার ওষুধ খেয়েছি। যদি পেটে চলে যায় তাই উল্টো হয়ে ঝুলে আছি।

►  সংগ্রহ : খাদিজাতুল কুবরা ফুল

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর