শিরোনাম
সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

বাবা : কিরে, তোর পরীক্ষার রেজাল্ট কী?

ছেলে : আমি অংক ছাড়া অন্য সব বিষয়েই ফেল করেছি।

বাবা : তার মানে অংকটা তুই ভালোই বুঝিস, তাই না?

ছেলে : না, বাবা। আসলে আমি অংকের পরীক্ষাই দিইনি।

 

প্রথম ব্যক্তি : এই নে, ১০ টাকা দিচ্ছি। মোড়ের দোকান থেকে কিছু কিনে খেয়ে নিস। কিন্তু তোর এই দৈন্য দশার কারণ কী?

দ্বিতীয় ব্যক্তি : আমিও আপনার মতো ছিলাম কিনা! যে চাইত তাকেই টাকা দিয়ে দিতাম!

সংগ্রহ : জাকিয়া জান্নাত, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, শ্রেণি : নবম

 

শিক্ষক : বলতো, এখন বৃষ্টি হচ্ছে, এটার ভবিষ্যৎ কাল কী?

ছাত্র : একটু পর কারেন্ট চলে যাবে।

সংগ্রহ : রাফিউল করিম রাফি,

বোয়ালখালী, চট্টগ্রাম।

 

ছেলে : বাবা, তুমি আমার রেজাল্ট কার্ডে সিগনেচারের বদলে আঙ্গুলের ছাপ দিলে কেন?

বাবা : তুমি পরীক্ষায় যা নম্বর পেয়েছ, আমি চাই না তোমার ক্লাস টিচার জানুক যে, তোমার বাড়িতে শিক্ষিত লোকজন আছে।

সংগ্রহ : আয়েশা সিদ্দিকা, শ্রেণি দশম, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ, গোবরা, নড়াইল।

 

বল্টু গেছে ডাক্তারের কাছে-

বল্টু : ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে।

ডাক্তার : হুম, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল?

বল্টু : আমি আমার শার্ট ইস্ত্রি করছিলাম। হঠাৎ ফোন এলো। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম।

ডাক্তার : বুঝলাম। কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে?

বল্টু : লোকটা যে আবারও ফোন করেছিল!

সংগ্রহ : মো. রাজু শেখ, জরুন, কোনাবাড়ী, গাজীপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর