শিরোনাম
সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

পরিচালক : এই দৃশ্যটার জন্য তোমাকে ৫০ ফুট ওপর থেকে একটা সুইমিংপুলে ঝাঁপিয়ে পড়তে হবে।                                  

নায়ক : কিন্তু আমি তো সাঁতার জানি না!     

পরিচালক : ভয় নেই, সুইমিংপুলে পানি থাকবে না।                                  

সংগ্রহ : আয়েশা সিদ্দিকা, শ্রেণি : দশম, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ।

 

 

দুই বন্ধু গল্প করছে।

প্রথমজন: বন্ধু, আমার একটা ইচ্ছা পূরণ করলে আমি তোকে এক লাখ টাকা দেব।

অপরজন : তাহলে বল তোর ইচ্ছাটা কি?

প্রথমজন : তেমন কিছু না আমার শুধু দুই লাখ টাকা চাই।

সংগ্রহ : আরাফাতুম জান্নাত সুস্মি, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।

 

 

শিক্ষক : বলত, দুই সের দুধে যদি এক সের পানি দেয় তাহলে তিন সের হয়। ছয় সের দুধে যদি তিন সের পানি দেয় তাহলে কয় সের হয়?

ছাত্র : স্যার, দুধে পানি দিলে লাভ হবে গোয়ালার। আমার হিসাব করে লাভ কী? হ  সংগ্রহ : মো. সাদ হোসাইন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

 

 

স্যার : এই রবিন, বলত পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?

রবিন : স্যার, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু।

স্যার : এইটা কেমনে সম্ভব? ব্যাখ্যা দে।

রবিন : ব্যাখ্যা তো আরও সহজ! বাংলা দ্বিতীয়পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী।

সংগ্রহ : মো. রাজু শেখ, কুদ্দুসনগর, জরুন, কোনাবাড়ী, গাজীপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর