সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
পাঠকের লেখা

মশালোচনা

মশালোচনা

এক লোক রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দিল- ‘উফ! বড্ড গরম। চিন্তা করেছি আজ খালি গায়ে ঘুমাব!’

৫ মিনিট পর।

১৭ মশা লাইক দিজ স্ট্যাটাস।

 

 

যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় : রাক্ষুসে মশা।

যে মশা দিনের বেলায় কামড়ায় : সন্ত্রাসী মশা।

যে মশা নাকের ভিতর ঢুকে কামড়ায় : বখাটে মশা।

যে মশা সুযোগ পেলেই কামড়ায় : সুযোগসন্ধানী মশা।

যে মশা কানের কাছে এসে গান গায় : গায়ক মশা।

যে মশাকে থাপ্পর দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে চলে যায় : গোল্লাছুট মশা।

যে মশা কামড় দিলে জ্বর হয় : ভয়ানক মশা।

যে মশা মশারির ভিতর ঢুকে কামড়ায় : বলদ মশা।

যে মশা গালে কামড়ায় : রোমান্টিক মশা।

 

 

একটা মশা একটি মাছিকে বিয়ে করেছে। মাছি বাসর ঘরে মশার জন্য বসে আছে কিন্তু মশা আর বাসর ঘরে ঢুকছে না। এটা দেখে মশার বন্ধু বলল, কিরে তোর না আজ বাসর রাত, এখানে বসে আছিস কেন? বন্ধুর কথা শুনে মশা বলল, কীভাবে যাব বল, মাছি তো কয়েল জ্বালিয়ে বসে আছে।

সংগ্রহ : মো. রাফি হায়দার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর