সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শীতের অপেক্ষায়

শফিক শাহরিয়ার

শীতের অপেক্ষায়
হাবলু প্রতিদিন শীতের কাপড় পরে বসে থাকে। রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। কিন্তু শীত পড়ে না। মাঘের শীতে বনের বাঘ কাবু হওয়ার কথা। সেখানে গরমে হাবলু নিজেই কাবু হয়ে যাচ্ছে...

অল্প শীতেই কাবু হয়ে যাওয়ার মতো মানুষ নয় হাবলু। গত দুই মাস ধরে সে তীব্র শীতের জন্য অপেক্ষা করছে। তীব্র শীত মোকাবিলায় সে বিস্তারিত পরিকল্পনা এঁটেছে। পরিকল্পনার জন্য তাকে আলাদা কিছু ভাবতে হয়। সে দুই হাত গালে দিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। অনেক ভেবে জানতে পারল, তীব্র শীত পড়বে মাঘ মাসে। ঘরে ক্যালেন্ডার নেই। তাই এখন কী মাস তার জানা সম্ভব হয়নি। সে তীব্র শীতের জন্য তাই জানালা খুলে অপেক্ষা করে। হিমেল বাতাসের তীব্রতা গায়ে লাগিয়ে মাঘ মাস এসেছে কিনা বোঝার চেষ্টা করে। তীব্র শীত মোকাবিলা করার জন্য সে এ বছর বিভিন্ন পোশাকের দোকানে অর্ডার দিয়েছে। অভিজ্ঞ কারিগর দিয়ে লেপ বানিয়েছে। বন্ধুদের কাছ থেকে শীতের উপহার হিসেবে কম্বল, লেপ আদায় করেছে। হাবলু প্রতিদিন শীতের কাপড় পরে বসে থাকে। রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। মাঘের শীতে বনের বাঘ কাবু হওয়ার কথা। সেখানে গরমে হাবলু নিজেই কাবু হয়ে যাচ্ছে। সে অপেক্ষায় আছে, আরেকটু শীত পড়লে বন্ধু, স্বজনদের নিয়ে শীত উদযাপন করবে। সে বাজার থেকে চালের গুঁড়া কিনেছে। তীব্র শীত উদযাপনের জন্য বন্ধু, স্বজনদের দাওয়াতও দিয়েছে। কিন্তু শীত আর পড়ে না। দিন দিন গরম বাড়ছে যেন। সেদিন হাবলুর সঙ্গে দেখা হতেই বলল, শীতের দিনে এত গরম আগে কখনো পড়েনি, ঠিক না?

- কনইল, নওগাঁ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর