সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

বন্ধু : এই রাইস কত করে?

ওয়েটার : স্যার, প্রতি প্লেট ৩০০ টাকা করে।

বন্ধু : তাহলে একই প্লেটে তিনবার খাবার দিন।

সংগ্রহ : এম. জে জুয়েব সুজয়, খিলগাঁও তালতলা, ঢাকা।

 

 

হাবলুর বাবা দোকানিকে বললেন, ভাই, আমার একটি নতুন চিরুনি দরকার। একটা কাঁটা ভেঙে গেছে কিনা?

দোকানদার বললেন, একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।

হাবলুর বাবা : নারে ভাই, ওটাই ছিল আমার চিরুনির শেষ কাঁটা।

সংগ্রহ : মৃন্ময় রায়

দশম শ্রেণি, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়

কালীগঞ্জ, ঝিনাইদহ।

 

 

স্বামী : তরকারিটা আজ মজা হয়নি, কেমন যেন বেস্বাদ লাগছে।

স্ত্রী : চুপচাপ খেয়ে নাও। এই তরকারি ফেসবুকে ৬০০ জন লাভ রিয়েক্ট আর ৫০০ জন কমেন্টে ইয়াম্মি বলেছে।

সংগ্রহ : মো. সাজজাদ শেখ, চালনা এমএম ডিগ্রি কলেজ

দাকোপ, খুলনা।

 

 

 

এক বিখ্যাত সাহিত্যিক বক্তব্য রাখছেন। হঠাৎ এক শ্রোতা উঠে বলল, আপনার বক্তৃতার প্রতিটি শব্দই একটি বই থেকে নেওয়া।

সাহিত্যিক : কোন বই? বইটি আমি দেখতে চাই।

শ্রোতা : ঠিক আছে, বইটি আমি বিকালে পাঠিয়ে দিব।

বিকালে সাহিত্যিক যে বইটি দেখতে পেলেন তা হলো, ডিকশনারি!

সংগ্রহ : আয়েশা সিদ্দিকা পান্না, অষ্টম শ্রেণি, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর