সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

বিখ্যাতদের কান্ড

বিখ্যাতদের কান্ড

বিখ্যাত রম্য সাহিত্যিক মার্ক টোয়েন একবার কোথাও যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। সে সময় আমেরিকান ট্রেনগুলো বেশ ধীরে চলত। লেট করত ঘণ্টার পর ঘণ্টা। সকাল আটটার ট্রেন রাত আটটায় আসবে কি-না তারও ঠিক ছিল না।

একসময় কামরায় উঠল টিকিট চেকার। মার্ক টোয়েন গম্ভীর মুখে চেকারের দিকে একটা হাফ টিকিট বাড়িয়ে দিলেন। টিকিট চেকার তো পুরো অবাক! তার প্রশ্ন, আপনি হাফ টিকিট কেটেছেন কেন? গোঁফ-মাথার চুল সবই তো সাদা। আপনি কি জানেন না চৌদ্দ বছরের বেশি হলে তার বেলায় আর হাফ টিকিট চলে না? মার্ক টোয়েনের সোজাসাপ্টা জবাব, যখন ট্রেনে চড়েছিলাম তখন তো বয়স চৌদ্দই ছিল। কে জানত ট্রেন গন্তব্যে পৌঁছতে এত লেট করবে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর