সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

* শিক্ষক ক্লাসের সবাইকে বললেন, ক্রিকেট সম্বন্ধে একটা রচনা লেখ। পল্টু পাঁচ মিনিটের মধ্যে তার কাজ শেষ করে ফেলল। শিক্ষক মুগ্ধ। তিনি পল্টুকে তার রচনা সবার জন্য উচ্চ স্বরে পড়তে বললেন।

পল্টুু লিখেছে, ‘বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়েছে।’

সংগ্রহ : মৃন্ময় রায়, দশম শ্রেণি, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ।


* রোগী : ডাক্তার সাহেব, আমার খুব দ্রুত রাগ উঠে যায়।

ডাক্তার : কবে থেকে আপনার এই সমস্যা?

রোগী : কবে থেকে, সেটা আপনাকে বলতে হবে? আপনি ডাক্তার হয়েছেন, এটা বোঝেন না? দিলেন তো মেজাজটা খারাপ করে।

সংগ্রহ : মো. রাজু শেখ, কুদ্দুস নগর, পেয়ারা বাগান, জরুন, কোনাবাড়ী, গাজীপুর।


* প্রথম বন্ধু : তা তোর চাকরিটা হলো না কেন, দোস্ত?  

দ্বিতীয় বন্ধু : নিউমোনিয়ার জন্য।

প্রথম বন্ধু : ইন্টারভিউর সময় নিউমোনিয়া হয়েছিল বুঝি?

দ্বিতীয় বন্ধু : না, না। নিউমোনিয়া বানান করতে বলেছিল। পারিনি।

তাই।

সংগ্রহ : আয়েশা সিদ্দিকা, দশম শ্রেণি, গোবরা পার্বতী বিদ্যাপীঠ, গোবরা, নড়াইল।


* শিক্ষক : বড় মানুষ হওয়ার জন্য স্বপ্ন দেখা শেখো।

পরদিন।

শিক্ষক : বল্টু, ঘুমাচ্ছিস কেন?

বল্টু : না ঘুমালে বড় মানুষ হব কীভাবে স্যার?

সংগ্রহ : তানভীর সিদ্দিকী, দশম শ্রেণি, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা, যশোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর