সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

এক লোকের স্ত্রী বিদেশ থেকে বাড়িতে এসে এক জায়গায় একটি সাইনবোর্ড দেখল। তাতে লেখা- ‘বিশাল মূল্য ছাড়’। এখানে সিল্ক শাড়ি ১০ টাকা, জামদানি শাড়ি এবং সুতি শাড়ি ৫ টাকা। এ দেখে সে তার স্বামীকে বলল, দেখ জান, কি বিশাল ডিসকাউন্ট! অবিশ্বাস্য, এখনই আমাকে ৩০০ টাকা দাও। ইচ্ছামতো শাড়ি কিনে আনি।

স্বামী : এত উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটা লন্ড্রির দোকান।

সংগ্রহ : রাজ দত্ত, দশম শ্রেণি, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ।

 

অফিসে বের হওয়ার সময় বিরক্ত স্বামী। তাড়াহুড়া করে টাই বাঁধতে বাঁধতে স্ত্রীকে বলল-

স্বামী : না জানি আজ কার মুখ দেখে ঘুম ভেঙেছে! সাড়ে ১০টা বাজতে চলল, এখনো নাস্তা কপালে জুটল না।

স্ত্রী : আমাদের খাটের পায়ের দিকের দেয়াল থেকে বড় আয়নাটা সরাও। তা না হলে রোজ একই অভিযোগ করতে হবে তোমাকে।

সংগ্রহ : সাদিব ইসলাম, তেজগাঁও, ঢাকা।

 

বল্টুর খুব গরম লাগছিল বলে, সে কুলারের সামনে গিয়ে বসল। তারপরও গরম লাগা কমল না যখন, তখন সে কুলারটি চালিয়ে দিল।

সংগ্রহ : মৃন্ময় রায়, দশম শ্রেণি, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ।

 

রোগী : ডাক্তার সাহেব, আমি না মাঝে মাঝে  কথা বলার সময় দেখতে পাই না।

ডাক্তার : এই সমস্যাটা কখন কখন হয়?

রোগী : ফোনে কথা বলার সময়।

সংগ্রহ : আরাফাতুম জান্নাত সুস্মি, ষষ্ঠ শ্রেণি,

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।

 

রোগী : ডাক্তার সাহেব, আমার বুক ধড়ফড় করে। হাঁটলে হাঁফ লাগে, সিঁড়ি বেয়ে বেশি ওপরে উঠতে পারি না। খুব কষ্ট হয়।

ডাক্তার : এসব আপনার শরীরের অতিরিক্ত ওজনের কারণে হচ্ছে। আগে আপনার শরীরের ওজন কমাতে হবে। আপনাকে দুই বেলা রুটি খেয়ে থাকতে হবে।

রোগী : ডাক্তার সাহেব রুটি কি খাওয়ার আগে খাব না পরে?

সংগ্রহ : মো. নাসিফুজ্জামান সবুজ,

চৌগাছা,  যশোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর