সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

স্কুলে ফেরার পর

স্কুলে ফেরার পর

লকডাউন শেষে শ্রেণিকক্ষে স্কুলপড়ুয়া সহপাঠীদের কাল্পনিক চিত্র

- আম্মু, স্কুল তো খুলে দিচ্ছে?

আম্মু এই কথা শোনার পর খুশি হয়ে বলল, ‘এইবার তাহলে তুই আবার স্কুলে যাবি। আচ্ছা তুই তো মনে হয় ক্লাস নাইনে ছিলি, না?’

আম্মুর এমন কথায় আমি অবাক। আমি আবার নাইনে উঠলাম কবে?  আমি তো এইটে ছিলাম। এই নিয়ে আম্মু আর আমার মধ্যে তর্কাতর্কি শুরু হলো। শেষে বই নিয়ে দেখি আসলেই আমি নাইনে।

স্কুলের দেরি হয়ে যাচ্ছে দেখে হাঁটা শুরু করলাম। আমার বন্ধু পলাশকে দেখে দাঁড়ালাম। পলাশকে বললাম, ‘কিরে স্কুল যাবি না?’

- স্কুল আবার কী? আর আপনি কে?

বুঝলাম মাথা গেছে পলাশের। আমি স্কুলে পৌঁছেই দেখলাম ২০-২৫ জন এসেছে। কিন্তু কাউকে চিনি বলে মনে হচ্ছে না। স্যার এলো। রোল কাউন্ট করছে, কিন্তু কেউই উত্তর দিচ্ছে না। তখন স্যার বলল, ‘তোমরা উত্তর দিচ্ছ না কেন?’ আমরা সবাই একসঙ্গে বললাম, ‘স্যার, আমাদের রোল নম্বর জানি কত ছিল?’

  লেখা : মো. জাহিদুল হাসান ওয়াসী

- পশ্চিম মাদারবাড়ি, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর