সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

মা ও মেয়ের মধ্যে কথোপকথন-

মেয়ে : মা, আমার কোন হাতটা বড়?

মা : কেন মা! তোমার তো দুটো হাতই সমান।

মেয়ে : আজ শিক্ষক বলেছেন, কাল বাড়ি থেকে তোমার বড় হাতের অ, ই, ঈ, উ লিখে আসবে।

 

 

শিক্ষক : পুষ্প, বল তো, তোমার নামের অর্থ কী?

পুষ্প : ফুল ম্যাডাম।

শিক্ষক : গুড। তাহলে এবার পাঁচটি ফুলের নাম বল তো?

পুষ্প : বিউটিফুল, ওয়ান্ডারফুল,  গ্রেটফুল, হাউসফুল এবং আশরাফুল।

 

 

তিন চাপাবাজ বন্ধুর মধ্যে কথোপকথন-

প্রথম বন্ধু : আমার এই গেঞ্জিটা আমার মামা হল্যান্ড থেকে এনেছে।

দ্বিতীয় বন্ধু : আমার এই ঘড়িটা আমার মামা ইতালি থেকে এনেছে।

তৃতীয় বন্ধু কিছু বলছে না দেখে দুই বন্ধু তাকে জিজ্ঞেস করল, কিরে তুই কিছু বলবি না?

তৃতীয় বন্ধু আমি ভাবছি আমার মামাকে কোথায় পাঠানো যায়!

 

► সংগ্রহ : ফাহিম আহমেদ, নটর ডেম কলেজ, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর