সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

শিক্ষক : তোমাকে বললাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে। তুমি সাদা খাতা জমা দিলে কেন?

ছাত্র : কেন স্যার? আপনিই তো বলেছেন, খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না!

► সংগ্রহ : সোহানুর রহমান, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর।

 

 

বাজারের একপাশে দাঁড়িয়ে একজন ওষুধ বিক্রি করছেন। তিনি চেঁচিয়ে বললেন, আমার কাছে নতুন একটি টনিক এসেছে। যা খেলে মানুষ ২০০ বছর বাঁচে!

দর্শক : আমি ব্যাচেলর হলে একটা কিনতাম।

 

 

মা মশা তার সন্তানদের বলছে, তোমরা যদি সারা দিন ভালো আচরণ করো, তাহলে রাতে তোমাদের পিকনিকে নিয়ে যাব।

বাচ্চা : পিকনিকে? কোথায়?

মা : পাশের জঙ্গলে। একদল ট্যুরিস্ট এসেছে। সারা রাত কাটাবে ওখানে।

 

 

কাজের লোক : স্যার, আপনি রাত জেগে কী করেন?

লেখক : গল্প-উপন্যাস লিখি।

কাজের লোক : এত কষ্ট করে রাত জেগে লেখার দরকার কী? কিপটেমি না করে, বাজার থেকে ওগুলো কিনে আনলেই পারেন।

► সংগ্রহ : হৃদয় হাসান মুস্তাফিজ, রসুলপুর আমলীতলা বাজার, গফরগাঁও, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর