শিরোনাম
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন বই

নতুন বই

বিখ্যাত গণিতজ্ঞ জন ভন নিউম্যান। তাকে বিশেষজ্ঞ হিসেবে রকেট নির্মাণকারী একটি শিল্প প্রতিষ্ঠান ডেকে এনেছিল। তিনি প্রতিষ্ঠানের ম্যানেজারকে বললেন, ‘রকেট বানানোর সব গাণিতিক সূত্র আমার ১৯৫২ সালের একটা গবেষণাপত্রে রয়েছে, ওটা ভালো করে পড়ুন।’ বলে তিনি চলে গেলেন। ম্যানেজারের হুকুমে সবাই ভন নিউম্যানের গবেষণাপত্র পড়েন, তার সূত্রগুলো হুবহু অনুসরণ করে বহু ডলার খরচ করে নতুন একটা রকেট তৈরি করলেন। কিন্তু সেটা আকাশে উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ করে ফেটে পুড়ে ছাই হয়ে গেল। ম্যানেজার ভীষণ রেগে নিউম্যানকে ফোন করতেই উনি বললেন, ‘তা তো হবেই। ১৯৫৩ সালে আমার আরেকটা গবেষণাপত্রে এই রকেট ফাটা সমস্যার সমাধান আমি করেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর