সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

টাকা ধার

টাকা ধার

রবার্ট চার্লস বেঞ্চলি ছিলেন প্রখ্যাত মার্কিন রম্য সাহিত্যিক। একবার একটা ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলেন বেঞ্চলি। আবেদন করার পরদিনই, কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই লোনটা অনুমোদন করে দিল ব্যাংক। বেঞ্চলি সঙ্গে সঙ্গে ওই ব্যাংকে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন।

এক বন্ধু যখন জিজ্ঞেস করল এ কাজটি তিনি কেন করলেন, বেঞ্চলি উত্তর দিলেন, ‘যে ব্যাংক এত সহজে টাকা ধার দেয় সেখানে নিজের টাকা রাখাটা আমি নিরাপদ মনে করছি না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর