আমার এক বড়ভাই বললেন, তুই তো জানিসই, আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছিল। ভুঁড়ি কীভাবে কমানো যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়, এই পরামর্শের জন্য গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের একটাই পরামর্শ, প্রচুর ঘাম ঝরাতে হবে। আমি ডাক্তারকে কথা দিলাম, পারব। এটা কোনো ব্যাপারই না। তো আমি ডাক্তারকে কথাটা কেন দিতে পেরেছিলাম জানিস? কারণ, তখন প্রচুর গরম ছিল। ব্যায়াম কিংবা হাঁটাচলা তো অনেক পরের ব্যাপার,…