সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জ্যোতিষীর ফি

জ্যোতিষীর ফি

এক জ্যোতিষ হাত দেখে ভাগ্য গণনা করেন। একটি সাইনবোর্ড ঝুলিয়ে বসে আছেন, ‘তিনটি প্রশ্ন : চার্জ একশত টাকা’। একজন কৌতূহলী এসে দাঁড়াল-

আগন্তুক : আপনি কি জ্যোতিষী, যিনি হাত দেখে ভাগ্য বলেন?

জ্যোতিষ : হ্যাঁ।

আগন্তুক : মাত্র তিনটি প্রশ্নের জন্য একশত টাকা ফি?

জ্যোতিষ : হ্যাঁ।

আগন্তুক : ফি একটু বেশি বেশি লাগছে। কিছু কম রাখতে পারবেন?

জ্যোতিষ : কম রাখতে পারব না। আপনার তিনটি প্রশ্নই শেষ। এবার আমার ফি ১০০ টাকা দিয়ে দিন।

► সংগ্রহ : সানজিদা সুলতানা জুঁই, আরবপুর, যশোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর