সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

আলো বিড়ম্বনা

আলো বিড়ম্বনা

শামস ভাই প্রায়ই বাসে যাতায়াত করেন। কিন্তু তার আফসোস, বাসে কখনো তার পাশের সিটে সুন্দরী ললনা বসেনি। তবে একদিন সে আফসোস কাটল। তার পাশের সিটে সুন্দরী এক মেয়ে এসে বসল। সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ। মেয়েটার মুখ স্পষ্ট বোঝা না গেলেও তার ঢেউ খেলানো রেশমি চুল বলে দিচ্ছে, মেয়েটি এ পৃথিবীর কেউ নয়। সৌন্দর্যে সে পরীর দেশের রাজকন্যা টাইপ কেউ। লাজুক শামস ভাই বারবার মেয়েটার সঙ্গে কথা বলতে চেষ্টা করেও কথা বলতে পারল না। মনে মনে তিনি গাইছেন, ‘এ পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বল তো...।’ হঠাৎ ড্রাইভার বাসের ব্রেক ধরলেন। যে কারণে কল্পনায় তার গানের দৃশ্যায়নের সমাপ্তি ঘটল। এদিকে বাসের কন্ডাক্টর গলা ফাটিয়ে বলছে, ‘এই ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া...।’ মেয়েটি নেমে যাচ্ছে। সন্ধ্যায় আলো-আঁধারি ভেদ করে দেখা গেল তাকে। এ তো ছেলে! বড় চুলের কারণে যাকে মেয়ে ভেবে এতটা পথ মনে মনে গান গেয়ে চলা শামস ভাইয়ের। তারপর কী হলো তা নিয়ে আর আলাপে না যাই।

► লেখা : জান্নাতুল ফেরদৌস, হিসাববিজ্ঞান, অনার্স দ্বিতীয় বর্ষ, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর