সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ঘটনা

ঘটনা ১

মাঝ রাতে একটি মানসিক হাসপাতালের টেলিফোন বেজে উঠল। রিসিভ করলেন রিসিপশনে থাকা মেয়েটি-

রিসিপশনিস্ট : হ্যালো, কে বলছেন? কীভাবে সাহায্য করতে পারি?

ব্যক্তি : আপা, দেখেন তো রুম নম্বর ৪৭ এ কেউ আছে কি না?

রিসিপশনিস্ট : না, রুমটি আপাতত খালি পড়ে আছে।

ব্যক্তি : ভালো মতো আরেকবার দেখুন না, কেউ আছে কি না।

মেয়েটা রুম নম্বর ৪৭-এ গেল। ভালো মতো দেখে এসে বলল-

রিসিপশনিস্ট : না রে ভাই, কেউ নেই। আপনি কাকে চাচ্ছেন?

ব্যক্তি : হুম, তাহলে ঠিক মতোই পালাইছি।

 

ঘটনা ২

একদিন সন্ধ্যায় বাড়িতে কারেন্ট নেই। এমন সময় ছেলে বাবাকে এসে বলছে-

ছেলে : বাবা তুমি অন্ধকারে লিখতে পার?

বাবা : কেন?

ছেলে : বলো না।

বাবা : পারি। কী লিখতে হবে?

ছেলে : বেশি কিছু না বাবা। শুধু আমার স্কুলের রিপোর্ট কার্ডে একটি সাইন দিলেই হবে।

 

► সংগ্রহ : মো. ইমরান হাসান রোমান , ঘাগড়া, গফরগাঁও, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর