সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কোনো সমস্যা নাই

আমি একবার লবণ দিছি। লবণ দিয়ে দোকানে গেছি সাবান কিনতে। এদিক দিয়ে হাবিব ভাই আবার লবণ দিছে। পরে আরও তিন লিটার পানি দিছি

কোনো সমস্যা নাই

কিরে মতিন, দুপুরে ভাত কম হলো কেন?

বাবুর্চি মতিন : স্যার, বিশ্বাস করেন আজকে চাল দুই পট বেশি দিলাম। শুঁটকি ভর্তা পেয়ে সবাই ভাত বেশি খাইছেন। সমস্যা নাই স্যার।

 

ফাজলামো আলাপ বন্ধ কর। আচ্ছা ঠিক আছে ডালে লবণ বেশি কেন?

বাবুর্চি মতিন : স্যার, এইটা আরেক সমস্যা। আমি একবার লবণ দিছি। লবণ দিয়ে দোকানে গেছি সাবান কিনতে। এদিক দিয়ে হাবিব ভাই আবার লবণ দিছে। পরে আরও তিন লিটার পানি দিছি। একটু লবণ কমছে। এর পর আর এমন হবে না। সমস্যা নাই স্যার।

 

হাবিব ডালে লবণ দেবে কেন? বুঝলাম না বিষয়টা। আচ্ছা, বাদ দে। তোকে  বলেছিলাম ফ্রিজ একটু মুছতে। ধূলি ময়লা লেগেই তো আছে। ঘটনা কী?

বাবুর্চি মতিন : সরি, স্যার। এইটা ঠিক কইছেন। একদম মনে ছিল না। এখনই মুছে দেব। সমস্যা নাই স্যার।

 

এইটা ঠিক কইছি আরগুলো ভুল কইছি?

বাবুর্চি মতিন : না, স্যার। আর এমন হবে না। সমস্যা নাই স্যার।

 

ঠিক আছে। তোকে এসব বলে আর কি হবে।

বাবুর্চি মতিন : না, স্যার, বলবেন। আপনি না বললে আমি শিখব কীভাবে? আপনি আমার গুরুজন। তবে আমি সব সময় চেষ্টা করি। আর কোনো সমস্যা হবে না। সমস্যা নাই স্যার।

 

তুই সব সময় দুই বাটি তরকারি বেশি রেডি করিস। পরে আলাদা করে খেয়ে নিস নাকি?

বাবুর্চি মতিন : আমি দুইটা বাটি বেশি  রেডি করি যেন দুপুরে মেহমান এলেও সামলানো যায়। আমি রিস্ক নিতে চাই না। আপনি ছাড়া বাকি সবাই আমাকে এ কারণে বুদ্ধিমান বলে। আপনি না করে দিলে আর বেশি তরকারি রেডি করবো না স্যার। সমস্যা নাই স্যার।

 

ঠিক আছে। তোর যা মনে চায় কর।

বাবুর্চি মতিন : আমার কিছু সমস্যা আছে, স্যার। যদি শুনতেন ভালো হতো। আপনি বলছিলেন, ভালো কাজ করলে কিছু বেতন বাড়াবেন। বেতন বাড়ালে  আমার কোনো সমস্যা নাই স্যার।

 

দাঁড়া, বাড়ির দারোয়ানকে বলে দিচ্ছি, কাল থেকে আর যেন তোকে ভিতরে ঢুকতে না দেয়।

বাবুর্চি মতিন : এইডা কি কন, স্যার!

 

শোন, তোর চাকরি নাই। আমারও আর কোনো সমস্যা নাই।

 

 লেখা : মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির, নালিতাবাড়ী, শেরপুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর