সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

এক জ্যোতিষী তার বন্ধুর সঙ্গে গল্প করছিল। তিনি তার বন্ধুকে বলছেন-

জ্যোতিষী : জ্যোতিষবিদ্যা আসলে নিখুঁত বিজ্ঞান।

বন্ধু : কীভাবে?

জ্যোতিষী : হ্যাঁ, দেখবি রাশিচক্রে যা বলা হয়, সবই ফলে। শুধু কবে, কোথায়, কার সঙ্গে সেটা কেউ বলতে পারে না।

 

 

নতুন এক গয়নার দোকানের মালিক সিদ্ধান্ত নিলেন তাদের দোকানের বিজ্ঞাপন শহরের প্রতিটি বিবাহিত নারীর কাছে পৌঁছে দেবেন। তিনি বিজ্ঞাপনগুলো খামে ভরে তাদের স্বামীদের নামে পাঠিয়ে দিলেন। আর খামের ওপরে লিখে দিলেন, ব্যক্তিগত ও অতি গোপনীয়।

 

  সংগ্রহ : সীমা আক্তার সাথী, প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর